খেলাধুলা

মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় জিম্বাবুয়ের অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক : মুস্তাফিজুর রহমান ফিরে এসেছেন। ভালোভাবেই ফিরে এসেছেন। আজ এমন উইকেটেও দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ১০ ওভার বল করে দিয়েছেন ২৯ রান। উইকেট নিয়েছেন ২টি। অবাক করা বিষয় হল ৬০ বলের মধ্যে ৪১টিই ডটবল দিয়েছেন তিনি। তাই দিনশেষে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসা করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ‘সে খুবই ভালো বল করেছে। তার স্লোয়ার বলগুলো বোঝা কঠিন। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তার স্বাভাবিক ডেলিভারির চেয়ে এটা কিছুটা ভিন্ন। আজ সে ভালো জায়গায় বল করেছে। আমি জানি যে সে ইনজুরি থেকে ফিরে এসেছে। আজকে তার প্রচেষ্টা ভালো ছিল। সে একজন বিশ্বমানের বোলার।’ আজকের ম্যাচের উইকেট নিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক বলেছেন, ‘উইকেট দেখে শুকনো মনে হবে। কিন্তু ভেতরে নরম। শীতকালে ঢাকার উইকেট এমনই হয়। আমরা আশা করেছিলাম উইকেট কিছুটা মন্থর হবে। তবে এটা এমন উইকেট ছিল না যেখানে আপনি সহজেই রান করতে পারবেন। তবে কেউ যদি নিজের স্বাভাবিক খেলাটা খেলে তাহলে রান করতে পারবে। যেমনটা সাকিব-তামিম করেছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/আমিনুল