খেলাধুলা

বোলিং আক্রমণে সন্তুষ্ট হ্যালসাল

ক্রীড়া প্রতিবেদক : ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বাঁহাতি স্পিনার, আর বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য ডানহাতি স্পিনার বেশি কার্যকরী| প্রথাগত এমন মিথে বিশ্বাসী নন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসাল। তার মতে ভালো মানের স্পিনারদের বাঁহাতি কিংবা ডানহাতি ব্যাটসম্যানদের বোলিং করা মোটেও কষ্টসাধ্য কোনো ব্যাপার নয়। জিম্বাবুয়ের ডানহাতি ব্যাটসম্যান বেশি থাকায় সাকিবের সাথে বাঁহাতি স্পিনার সানজামুলকে খেলানো হয়। ওরা স্পিনে দুর্বল বলে দুই স্পিনারের সাথে বোলিং করেন নাসির হোসেন। নাসির সাফল্য না পেলেও মাপা বোলিং করেছেন। আর সাকিব ও সানজামুল আলো ছড়িয়েছেন বেশ। বাংলাদেশের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার উল্টো। ওদের বাঁহাতি ব্যাটসম্যান বেশি। ‘ভিন্ন’ চিন্তায় সানজামুলের বদলে খেলাতে হতে পারে মেহেদী হাসান মিরাজকে! এমন ভাবনায় অবাক হ্যালসাল। আজ মিরপুরে জাতীয় দলের অনুশীলনের আগে বলেছেন,‘বিষয়টি খুবই দারুণ…মানুষের ভাবনা। আমাদের স্কোয়াডে এখন যারা আছে তারা সবাই অভিজ্ঞ। ওরা শ্রীলঙ্কার বিপক্ষে খুব ভালোভাবেই খেলেছে। তারা মিরপুরের উইকেট সম্পর্কে অবগত। এটা দারুণ কিছু যে মিরাজের মতো প্রতিভাবান একজন খেলোয়াড় খেলার জন্য অপেক্ষা করছে।’ ‘সানজামুল কেমন বোলিং করেছে তা দেখেছেন। ও বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষেও বোলিং করেছে। সোজা বোলিং করছেন তার মানে এই নয় যে আপনি বাঁহাতি কিংবা ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করতে পারবেন না। এটা অনেকটাই ‘‘ফাঁকিবাজির গল্প।’’ আপনি যদি ভালো মানের স্পিনার হয়ে থাকেন তাহলে ডানহাতি এবং বাঁহাতি; দুজনের বিপক্ষেই বোলিং করতে পারবেন।’ – যোগ করেন হ্যালসাল।    ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে দলে রাখা হয়েছে মিরাজ ও সানজামুলকে। তাদের নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান। এছাড়া নাসির হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদও আছেন। পুরো দলের স্পিন আক্রমণ নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে হ্যালসাল বলেন,‘আমরা খুব ভাগ্যবান যে আমাদের অভিজ্ঞ অনেক ক্রিকেটার আছে যাদেরকে আমরা বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করতে পারব। সাকিব, সানজামুল এবং নাসির শেষ ম্যাচে ছিল। রিয়াদ ছিল কিন্তু কাজে লাগানো হয়নি। সব মিলিয়ে দলটা খুব ভারী। পরিস্থিতি অনুযায়ী টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তে যে কাউকেই ব্যবহার করা হতে পারে।’ রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল