খেলাধুলা

তুষার-রাজ্জাকের কাছে শিখতে তরুণদের মাশরাফির পরামর্শ

ক্রীড়া প্রতিবেদক : দুজনই জাতীয় দলে উপেক্ষিত অনেক দিন ধরেই। তবে বরাবরই রাঙিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। আজ শেষ হওয়া বিসিএলের দ্বিতীয় রাউন্ডে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তুষার ইমরান। আর প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক। দুজনের কীর্তিটা আবার একই ম্যাচে একই দলের হয়েই! অভিজ্ঞ এই দুই ক্রিকেটার কি তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে? প্রশ্নটি ছিল আজ মিরপুরে মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনে। মাশরাফি জবাব দিয়েছেন, 'প্লেয়ারদের কাছ থেকে বলেন, অবশ্যই পাচ্ছে। আমরা একটু আগে বাসে আসার সময়ও তাদের নিয়ে কথা বলছিলাম। তুষার ইমরান ১০ হাজার রান করেছে, রাজ্জাক ৫০০ উইকেট পেয়েছে। তাদের যে সম্মানটা মন থেকে দেওয়া দরকার, খেলোয়াড়দের দিক থেকে দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বললেই আমার বিশ্বাস আপনারা এটা পরিষ্কার হবেন। আর আপনাদেরও কিছুটা দায়িত্ব তো থাকেই। আর কিছু যে বয়সে এসেছে, আমি মনে করি না তাদের সামর্থ্য নাই। তাদের একেক জনের বয়স ৩৬-৩৭, কিন্তু এখনো তারা ক্লাবের প্রতি নিবেদিতপ্রাণ।' তরুণ ক্রিকেটারদের তুষার-রাজ্জাকের কাছ থেকে শিখতে পরামর্শ দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, 'যে ডেডিকেশন নিয়ে খেলে যাচ্ছে, সেটা অনেক বড়, তাদের অনুসরণ করা উচিত। তাদের থেকে এতটুকু বলব, নতুন বা ইমার্জিং খেলোয়াড়দের অনেক কিছু শেখার আছে। আমাদের মানসিকতা থাকে, সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকরা কী বলছে, সেটা অনুসরণ করা। আমি মনে করি, তাদের (তুষার-রাজ্জাক) কাছ থেকে শিখে এসে এখানে খেলা উচিত।' 'প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট বা ১০ হাজার রান কোনো হেলাফেলা নয়। এটা আসলেই করে ফেলবে, এমন কিছু নয়। সেজন্য তাদের ১৭-১৮ বছর খেলতে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সব না। সুস্থ থেকে এতদিন খেলে গেছে, তাদের যে সম্মানটা দেওয়া দরকার সেটা খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা দিতে চাই এবং দিচ্ছি। হয়তো আনুষ্ঠানিক কিছু সম্ভব হয়নি। তবে অবশ্যই আমাদের জায়গা থেকে তাদের সম্মান দিই, সব সময় তাদের নিয়ে আলোচনা হয়। প্রথম শ্রেণির ক্রিকেট যারা নতুন খেলছে, তারা তাদের অনুসরণ করবে। আমি বলব, তারা (তরুণরা) যেন আরো সিরিয়াস হয়ে খেলে, মাঠে গিয়ে ওই মানসিকতা নিয়ে খেলে'- বলেন মাশরাফি। রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/পরাগ/আমিনুল