খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের শিরোপা দেখছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক: দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ নিশ্চিত করেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। বাংলাদেশ কখনোই ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেনি। এবার হবে তো? সাকিব দেখছেন সেই সম্ভবনা। জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পেয়েছিল প্রত্যাশিত জয়। আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। রানের ব্যবধানে ১৬৩ রানের জয় বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য। এমন জয়ে তৃপ্ত সাকিব,‘এই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল ফাইনালে যাওয়ার জন্য। দুটি ম্যাচেই আমরা যেভাবে প্রভাব বিস্তার করে জিতলাম… অবশ্যই এটা আমাদের অনেক বড় আত্মবিশ্বাস দেবে পরের দুটি ম্যাচ জেতার জন্য।’ বোনাস পয়েন্টসহ বাংলাদেশের মোট পয়েন্ট ১০। পরের দুই ম্যাচে বাংলাদেশের জন্য অনেকটাই পরীক্ষা-নিরীক্ষার। সাকিবের চোখ শিরোপায়। তার প্রত্যাশা প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে বাংলাদেশ জিতবে ফাইনালও। ‘আমাদের কাজ, কিভাবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি। যেভাবে আমরা শেষ দুটি ম্যাচ খেলেছি, সেভাবে পরের ম্যাচগুলোতে খেলতে পারলে আামাদের পক্ষে খুব ভালো ভাবেই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভব।’-বলেছেন সাকিব। রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল