খেলাধুলা

শারাপোভার বিদায়, চতুর্থ রাউন্ডে হালেপ

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রুশ তারকা মারিয়া শারাপোভা। তাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। শনিবার মেলবোর্ন কোর্টে দুবারের প্রাক্তন চ্যাম্পিয়ন শারাপোভাকে হারাতে কেরবারের সময় লেগেছে মাত্র ৬৪ মিনিট। তিনি ম্যাচ জিতেছেন ৬-১, ৬-৩ গেমে। ২০১৬ সালের চ্যাম্পিয়ন কেরবার চতুর্থ রাউন্ডে আগ্নিয়েস্কা রাদভানস্কা অথবা সু-ওয়ের বিপক্ষে খেলবেন।

 

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান তারকা সিমোনা হালেপও উঠেছেন চতুর্থ রাউন্ডে। তিন ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী ম্যাচে যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসের বিপক্ষে ৪-৬, ৬-৪, ১৫-১৩ গেমে জিতেছেন ২৬ বছর বয়সি এই রোমানিয়ান। এই দুজনের শেষ সেটই স্থায়ী হয়েছিল ১৪২ মিনিট! ক্যারিয়ারে তৃতীয় সেট এত দীর্ঘ সময় খেলেননি বলে জানালেন হালেপ, ‘তৃতীয় সেট এত দীর্ঘ সময় আমি কখনো খেলিনি। আমি প্রায় মারা যাচ্ছিলাম।’ রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৮/পরাগ