খেলাধুলা

হারের পর জরিমানাও গুনল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : একে তো সিরিজ হার, এর ওপর আবার শাস্তি। সিডনিতে তৃতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে। রোববার তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ১৬ রানে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। । ম্যাচের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছে অস্ট্রেলিয়া দল। ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য রঞ্জন মাদুগালে অধিনায়ক স্টিভ স্মিথকে জরিমানা করেছেন ম্যাচ ফির ৪০ শতাংশ। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০ শতাংশ। আগামী ১২ মাসের মধ্যে আবার কোনো ওয়ানডেতে ওভার রেট সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে স্মিথ এক ম্যাচ নিষিদ্ধ হবেন। স্মিথ দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/পরাগ