খেলাধুলা

সাকিব-মুশফিক না থাকায় আশাহত নন তামিম

ক্রীড়া প্রতিবেদক : স্বপ্ন দেখতে হবে বড় করে। প্রত্যাশা থাকতে হবে আকাশচুম্বি। নীল আকাশের নেই কোনো সীমানা। স্বপ্নবাজদের জন্য খোলা আকাশ অনুপ্রেরণা। যত উপরে উঠা ততই বাড়বে প্রত্যাশা, ততই বড় হবে স্বপ্ন। তামিম ইকবাল সেই পথের অনুসারী। স্বপ্ন দেখছেন খুব বড় করে। তার প্রত্যাশা, খুব বেশিদিন নেই যেদিন আইসিসির বর্ষসেরা টেস্ট দলে থাকবে বাংলাদেশের দুই-তিনজন ক্রিকেটার। গত বছর সাদা পোশাকে দারুণ কেটেছিল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সেরা টেস্ট একাদশে জায়গা হয়েছিল সাকিব ও মুশফিক ‍দুজনেরই। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা টেস্ট দলেও ছিলেণ তারা দুজন। টাইমস অব ইন্ডিয়ার সেরা দলে ছিলেন দুজন। কিন্তু আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই হয়নি তাদের। এতে আশাহত নন তামিম। তার মতে,‘‘আইসিসি অ্যাওয়ার্ড পেতে হলে খুব-খুব  ভালো কিছু করতে হবে।  যারা ব্যক্তিগত অ্যাওয়ার্ড পেয়েছে তারা অনেক রান করেছে।  সেরা টেস্ট দলে ছিল,সেরা ওয়ানডে টিমে যারা ছিল সবাই ডিসার্ভ করে। আমি বলছি না সাকিব-মুশফিক ডিসার্ভিং না, তারাও ডিসার্ভিং।’ ৮ টেস্টে মুশফিক ৫৪.৭১ গড়ে রান করেছিলেন ৭৬৬। আর সাকিব অল-রাউন্ডিং পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৪৭.৫ গড়ে ৬৬৫ রান ও ২৯ উইকেট। এমন পারফরম্যান্সের পরও তাদের নাম না থাকায় অনেকেই অবাক হয়েছে। তবে তামিম বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে,‘আইসিসি’র কথা বাদ দেই…ক্রিকইনফো কিংবা অনেক পত্রিকাও একাদশ করে। সেখানে কিন্তু বাংলাদেশি খেলোয়াড়দের নাম পাওয়া যেত না। যেভাবে শেষ বছরটা গেল, এভাবে গেলে একটা না একটা সময় গিয়ে আমরা অ্যাওয়ার্ড পাব। বেশিদিন নেই, সেরা টেস্ট দলে দুই-তিনজন বাংলাদেশি খেলোয়াড়ও থাকবে। আগামী বছরগুলো ভালো গেলে স্বীকৃতি চলে আসবে।’ তামিমের অনেক বড় প্রত্যাশা, অনেক বড় স্বপ্ন। যে স্বপ্ন ২০১৬ সালে পূরণ করেছেন মুস্তাফিজুর রহমান। এবার বাকিদের পালা। রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/শামীম