খেলাধুলা

দলের শক্তির জায়গাটি বুঝে খেলতে চান চান্দিমালরা

ক্রীড়া প্রতিবেদক : চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ দল হলেও বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে হেরেছে নতুন কোচ চন্ড্রিকা হাথুরুসিংহের দলটি। ফাইনাল ম্যাচের আগে আগামীকাল উড়তে থাকা স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে সাফল্য পেতে আজ নিজেদের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা আর ঘরের মাঠের দল বলে আগামীকালের ম্যাচে শক্তির বিচারে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন শ্রীলঙ্কা অধিনায়ক চান্দিমাল। বাংলাদেশকে ক্রেডিট দিয়ে নিজেদের পরিকল্পনা নিয়ে চান্দিমাল বলেন, ‘বাংলাদেশ যখন তাদের ঘরের মাঠে খেলে তখন তারা দল হিসেবে সত্যিই ভাল। ক্রেডিটটা তাদের দিতেই হচ্ছে। এই টুর্নামেন্টে তারা অসাধারণ কিছু ম্যাচ খেলেছে। আপনি জানেন আমরা সবাই ভুল করতে পারি, ক্রিকেটটা এমনই। তারা তাদের ঘরের মাটিতে ভাল। সত্যি কথা বলতে আমাদের ভাল খেলতে হবে এবং অন্য আট দশটা ম্যাচের মতোই। আমরা যে জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারবো শুধু ওটাই ফোকাস করতে হবে। তাহলেই ফলাফল আমাদের পক্ষে আসবে আমরা সেটাই করবো। তবে আমাদের উচিত হবে দলের শক্তির জায়গাটি বুঝে খেলা।’ বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরর আগেই অধিানায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুসের ওপর। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এক ম্যাচ পরই দেশ ফিরে যেতে হয়েছে তাকে। তার সঙ্গে সাইড স্ট্রেইনের চোটে ছিটকে পড়েছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান কুশাল পেরেরা। এমন অবস্থায় দল নির্বাচন নিয়ে চান্দিমাল বলেন, ‘গত দেড় বছর ইনজুরিই আমাদের দলের প্রধান বিবেচ্য বিষয়। যখন কেউ চোটে পড়ে তখন দলের সঠিক কম্বিনেশন দাঁড় করানো কঠিন হয়ে যায়। সে বিষয়ে আমরা কনসার্ন্ আছি। তবে ছেলেদের ফিটনেস এবং আগ্রহ নিয়ে ফিরে আসা প্রয়োজন। আমরা এখনও কিছুই ঠিক করিনি। কিছু বিষয় এখনও মনিটারিং করছি। কে খেলবে সেটা কাল সকালেই ঠিক করবো ‘ রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/শামীম