খেলাধুলা

দুই দিনেই দুই ইনিংস শেষ

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টটি জমে উঠেছে। জোহানেসবার্গের এই টেস্টে দুই দিনেই শেষ হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই ইনিংস। ভারত প্রথম দিনেই ১৮৭ রানে সবকটি উইকেট হারায়। জবাবে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে ৬ রান তুলে প্রথম দিন শেষ করে। আজ দ্বিতীয় দিনে ১৯৪ রানেই শেষ হয়েছে তাদের ইনিংসও। ৭ রানের লিড পায় স্বাগতিকরা। এরপর ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায়। এরপর মুরালি বিজয় ও লোকেশ রাহুল মিলে দিন শেষ করেছেন। দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৯ রান। লিড নিয়েছে ৪২ রানের। বিজয় ১৩ ও রাহুল ১৬ রানে অপরাজিত আছেন। তারা দুজন শুক্রবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেছেন হাশিম আমলা। ৩৫ রান করেছেন ভারনন ফিলান্ডার। ৩০টি রান করেছেন কাগিসু রাবাদা। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। বল হাতে ভারতের জাসপ্রিত বুমরাহ ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। যা তার টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে প্রথম পাঁচ উইকেট শিকার। ৩টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি ১টি করে উইকেট নিয়েছেন। তিন ম্যাচ টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। এই ম্যাচ জিতলে ভারতকে হোয়াইটওয়াশ করবে তারা। আর ভারত জিতলে ধবলধোলাই এর হাত থেকে রক্ষা পাবে। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৮/আমিনুল