খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : চলমান ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটির জন্য আজ ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টেস্ট দলে বাংলাদেশ শিবিরে নতুন মুখ স্পিনিং অলরাউন্ডার নাঈম হাসান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছেন তিনি। সেখান থেকে ফিরে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন নাঈম হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক),তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাইম হাসান। রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৮/শামীম