খেলাধুলা

‘মুমিনুল জানত ওর উইকেটটা খুব গুরুত্বপূর্ণ, তাই নষ্ট করেনি’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: তিন বছর পর টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন ‍মুমিনুল হক। ক্যারিয়ারের শুরুটা যতোটা আলো ছড়িয়ে শুরু হয়েছিল মাঝপথে ঠিক ততটাই ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন মুমিনুল হক। চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে ১৩ ইনিংসে ৭৫.৫০ গড়ে মুমিনুল হকের রান ৭৫৫। ৩টি সেঞ্চুরির সাথে ৩টি হাফ সেঞ্চুরি। হাথরুসিংহে দায়িত্ব নেওয়ার পর সেই গড় এক লাফে নেমে আসে ৩৩.৯০ তে। ৩৩ ইনিংসে রান মাত্র ১০৮৫। সেঞ্চুরি মাত্র ১টি, হাফ সেঞ্চুরি ৯টি। ঠিক হাথরুসিংহে দায়িত্ব ছাড়ার পর আবারও ঝলমলে মুমিনুল। প্রথম ইনিংসেই করলেন ১৭৫ রান। অপরাজিত থেকে দিন শেষ করা মুমিনুল স্বপ্ন বুনছেন ডাবল সেঞ্চুরির। আজ ৩১৯ মিনিট ক্রিজে থেকে ১৬ চার ও ১ ছক্কায় ১৭৫ রানের ইনিংসটি সাজান মুমিনুল। টেস্ট ক্রিকেটে তার হাঁকানো পঞ্চম সেঞ্চুরিটি নিশ্চিতভাবে বড় জায়গা দখল করে থাকবে। মুমিনুলের ব্যাটিং মন কেড়েছে তামিমের। পুরো ইনিংসটিকে যেভাবে সাজিয়েছেন সেজন্য মুমিনুলকে কৃতিত্বও দিয়েছেন দেশসেরা ওপেনার। মুমিনুলের ব্যাটিং নিয়ে তামিম বলেছেন,‘আমার কাছে মনে হয় মুমিনুলের ইনিংসটা ছিল মুগ্ধকর। প্রথম থেকেই সে আক্রমণাত্মক ছিল এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন ও এক’শ করে তখন স্ট্রাইকরেট ছিল ১০৩! যে জিনিসটা আমাদের জন্য এই উইকেটে গুরুত্বপূর্ণ ছিল; আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ হবে না।’ ‘প্রথম দিনে ও ওর উইকেটটা নষ্ট করেনি। অনেক সময় দেখা যায় ব্যাটিং উইকেটে বেশি উত্তেজিত হয়ে ঝুঁকিপূর্ণ শট খেলে অনেকে আউট হয়ে যায়। ও সেটা করেনি। ও জানত ওর উইকেটটা খুব গুরুত্বপূর্ণ।’- তামিম। মুমিনুল দিন শেষে ১৭৫ রানে অপরাজিত থাকলেও মুশফিক সাজঘরে ফিরেন ৯২ রানে। দুজন তৃতীয় উইকেটে রেকর্ড ২৩৬ রানের জুটি গড়েন। তাদের জুটিতেই বড় সংগ্রহ পায় টাইগাররা। দুজনের জুটি নিয়ে তামিম বলেছেন,‘একটা বড় জুটি গড়া আমাদের জন্য খুব দরকার ছিল। মুশফিক ও মুমিনুল খুব ইতিবাচক ছিল। মারার মতো বল হলে তারা মেরেছে। আমার কাছে মনে হয় তাদের খেলাটা কমপ্লিট ছিল। মুমিনুল যদিও নটআউট; আশা করি সে আরো অনেক দূর যাবে।’ ‘আমরা এখন শক্ত অবস্থানে আছি। এখান থেকে আমাদের আরো রান করতে হবে। যতোই ফ্ল্যাট উইকেটে খেলেন না কেনো, বড় রান সব সময়ই কঠিন অন্য দলের জন্য। সুতরাং আমাদের এটাই নিশ্চিত করতে হবে।’ যোগ করেন তামিম। রাইজিংবিডি/চট্টগ্রাম/৩১ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল