খেলাধুলা

‘পিএসজির বিপক্ষে জিতলে রিয়াল অপ্রতিরোধ্য হয়ে উঠবে’

ক্রীড়া ডেস্ক : বর্ষীয়ান কোচ কার্লো আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি। ছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচও। বুধবার রিয়াল ও পিএসজির চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নিয়ে চুলচেড়া বিশ্লেষণ করেছেন তিনি। তার মতে রিয়াল মোটেও সঙ্কটের মধ্যে নেই। আর পিএসজির বিপক্ষে জয় পেলে বিশ্বসেরা এই ক্লাবটি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তবে পিএসজিকে তিনি আগের চেয়ে পরিপক্ক ও ভয়ঙ্কর দল বলে উল্লেখ করেছেন। ইতালিয়ান কোচ আনচেলোত্তি বলেন, ‘ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল ভালো সাড়া দিয়েছে। আসলে আমি মনে করি না তারা সঙ্কটের মধ্যে আছে। এখন তারা একমাত্র যে ট্রফিটি জিততে পারে সেটা হল উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তারা এখন কেবল সেটার উপরই নজর রাখবে। জিনেদিন জিদান চ্যাম্পিয়নস লিগে যা করেছে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তারা যদি শেষ ষোলোতে পিএসজিকে হারাতে পারে তাহলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কারণ, এই ক্লাবটিতে এমন সব সেরা সেরা খেলোয়াড় আছে যারা কখনোই হারতে চায় না।’ তবে পিএসজিকেও পরিপক্ক ও ভয়ঙ্কর দল মানছেন ৫৮ বছর বয়সী এই কোচ, ‘চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য পিএসজির সবকিছু রয়েছে। তাদের নেইমার আছে। এমবাপে, কাভানি আছে। গেল বছরের চেয়ে এ বছর তারা আরো বেশি অভিজ্ঞ। আরো বেশি যোগ্যতাসম্পন্ন। পিএসজি বেশ পরিপক্ক ও ভয়ঙ্কর দল।’ রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৮/আমিনুল