খেলাধুলা

সেঞ্চুরিতে বিরাট কোহলির নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। তার ব্যাট হাতে ২২ গজের ক্রিজে নামা মানেই চোখ ধাঁধানো সব শট, মনোমুগ্ধকর ব্যাটিং আর রেকর্ডের পাতা এলোমেলো হয়ে যাওয়া। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে নিজের মনের মতো করে পারফরম্যান্স করতে না পারলেও ওয়ানডে ফিরেই স্বরূপে ভারতের অধিনায়ক। ডারবানে গতকাল প্রথম ওয়ানডেতে তার ১১২ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি তুলে নতুন কীর্তি গড়েছেন বিরাট। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এ সেঞ্চুরির মধ্য দিয়ে আইসিসির প্রথম দশ পূর্ণ সদস্য সকল দেশে সেঞ্চুরি করার বিরল রেকর্ড গড়েছেন বিরাট। অভিষেকের পর বিরাট খেলেছেন ৯টি দেশে। প্রতিটি দেশেই রয়েছে তার সেঞ্চুরি। পাকিস্তানে এখন পর্যন্ত তার খেলা হয়নি। এর বাদে সবগুলো দেশেই ছুঁয়েছেন তিন অঙ্ক। স্বদেশী শচীন টেন্ডুলকার সবগুলো দেশে খেললেও সেঞ্চুরি পাননি ওয়েস্ট ইন্ডিজে। শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনাৎ জয়াসুরিয়াও সেঞ্চুরি পাননি মাত্র একটি দেশে। সেটা জিম্বাবুয়েতে। বিরাট কোহলি ভারতে ৭৬ ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ১৪টি। তালিকার দুইয়ে রয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় তার সেঞ্চুরির সংখ্যা পাঁচটি। ৪টি করে সেঞ্চুরি রয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ায়। ২টি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজে। ১টি করে সেঞ্চুরি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে। ওয়ানডে পাঁচ ক্রিকেটার আইসিসির শীর্ষ দশ দেশের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। এদের মধ্যে রয়েছে বিরাট কোহলি। তার সাথে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, হাশিম আমলা ও হার্শেল গিবস।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল