ক্রীড়া প্রতিবেদক : পর্দা উঠেছে ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮’ এর। রাজধানীর তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বিকাল ৩টায় গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত একমাত্র ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। অনুষ্ঠানে অতিথিরা সাংবাদিকদের নিয়ে আয়োজিত একমাত্র ব্যাডমিন্টন টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বক্তৃতা করেন। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে পুরুষ একক, পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে যমুনা টেলিভিশন, রাইজিংবিডি, আরটিভি, আমাদের সময়, চ্যানেল২৪, এটিএন নিউজ, ৭১টিভি, দীপ্ত টিভি এবং দাওয়াহ্্ টিভি জয়লাভ করে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক এবং মিশ্র দ্বৈত ইভেন্টে সমকাল, কালের কণ্ঠ, বিটিভি, রাইজিংবিডি, দেশটিভি, যমুনা টিভি, দীপ্ত টিভিসহ প্রায় ৩০টি গণমাধ্যমের খেলোয়াড়রা নিজস্ব ইভেন্টে অংশ নেবে শিরোপা লড়াইয়ে। টুর্নামেন্টটি চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৩০টি স্বনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সর্বমোট ৯৫জন পুরুষ ও মহিলা খেলোয়াড় পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের জন্য থাকছে প্রাইজমানি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ ব্র্যান্ড মার্কেটিং তারেক উদ্দিন, কুইন অব হার্টস-এর উপদেষ্টা এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ (দক্ষিণ) এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন-রশিদ শুভ্র, কেপিসি-পেপার কাপের সত্ত্বাধিকারী কাজী সাজিদুর রহমান, বডি এন্ড স্পোর্টসের সাইদ মমিন মুন্না, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এস.এম. জাহিদুল হক কচি এবং এস.এম. সায়েমুল হক রাসেল, টুর্নমেন্টের সমন্বয়কারী এবং কুইন অব হার্টস-এর ম্যানেজিং ডিরেক্টর বোরহান আজাদ। প্রতিযোগিতায় অংশ নেওয়া মিডিয়া হাউজগুলো হল : বিটিভি, ইন্ডিপেডেন্ড টিভি, সমকাল, রাইজিংবিডি.কম, চ্যানেল-২৪, ৭১টিভি, যমুনা টিভি, ডিবিসি নিউজ, আরটিভি, দেশ টিভি, বৈশাখী টিভি, এটিএন নিউজ, দীপ্ত টিভি, নিউজ-২৪, বিডি মর্নিং, আল দাওয়াহ টিভি, যায়যায়দিন, কালেরকণ্ঠ, আমাদের সময়, এনটিভি অনলাইন, ইত্তেফাক, প্রথম আলো, বাংলাভিশন, বাংলা টিভি, চ্যানেল-৯, চ্যানেল-আই, গাজী টিভি, মাই টিভি, ভোরের কাগজ ও ইনকিলাব। রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল