খেলাধুলা

পিএসজির বিপক্ষে নিষিদ্ধ কারবাহাল

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রিয়ালের ডিফেন্ডার দানি কারবাহাল। গত ডিসেম্বরে কারবাহালকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। গ্রুপ পর্বে তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ ও অ্যাপোয়েলের বিপক্ষে সময় নষ্ট করে ইচ্ছাকৃত হলুদ কার্ড পাওয়ার দায়ে আরেক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। গ্রুপের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তিনি খেলতে পারেননি। তার দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রিয়ালের সেই আপিল খারিজ করে দিয়ে কারবাহালের নিষেধাজ্ঞা বহাল রেখেছে উয়েফা। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজির বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে কারবাহালকে পাচ্ছে না জিনেদিন জিদানের দল। রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ