খেলাধুলা

ডিফেন্ডার আলভেজ যখন গোলরক্ষক (ভিডিও)

ক্রীড়া ডেস্ক: ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে গতকাল রাতে সোশোর মুখোমুখি হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। নেইমারহীন ওই ম্যাচে আঙ্গেল ডি মারিয়ার হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পায় পিএসজি। কিন্তু ম্যাচের শেষ সময়ে পিএসজি গোলরক্ষকের লাল কার্ডের ফলে গোলরক্ষকের দায়িত্ব পালন করতে দেখা গেছে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজকে। শেষ ষোলোর ম্যাচে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন পিএসজি গোলরক্ষক কেভিন ট্র্যাপ। তাতে ম্যাচের শেষ সময়ে পিএসজির হয়ে গ্লাভস হাতে গোলপোস্টের নিচে দেখা গেছে আলভেজকে। ডি বক্সের বাইরে পিএসজি গোলরক্ষক কেভিন ট্র্যাপ ফাউল করলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারি। ততক্ষণে ম্যাচে ৪-১ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। ম্যাচের শেষ মুহূর্তে ওই ফাউলের জন্য ওই ফ্রি-কিকে গোলপোস্টের নিচে গ্লাভস হাতে দাঁড়ান আলভেজ। ডিফেন্ডার আলভেজকে গোলরক্ষকের জার্সি পড়ে এই ভূমিকায় দেখে তার সতীর্থদের অনেকেই হাসছিলেন। তবে ওই ফ্রি-কিকে কোনো সমস্যা হয়নি পিএসজির। প্রতিপক্ষের নেওয়া ফ্রি-কিক রক্ষণ দেওয়ালে বাধা লেগে সামনে চলে আসে। এর কিছু সময় পর রেফারি শেষ বাঁশি বাজালে ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় উনাই এমেরির দলটি। রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/শামীম