খেলাধুলা

র‌্যাঙ্কিং নিয়ে ভাবনা নেই বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠার হাতছানি বাংলাদেশের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট ড্র কিংবা জয়ে পেলে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে উঠবে বাংলাদেশ। তবে জয়ের প্রত্যাশায় থাকা বাংলাদেশের ভাবনায় নেই টেস্ট র‌্যাঙ্কিং। অধিনায়ক মাহমুদউল্লাহর লক্ষ্য টেস্ট ম্যাচে জয় পাওয়া। নিজেদের কাজটা ঠিকমত করতে চান তারা। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে ‘বোনাস পাওয়া।’ মাহমুদউল্লাহ বলেছেন,‘র‌্যাঙ্কিংয়ের বিষয়টা হচ্ছে, ভালো করে ম্যাচ জিতলে এটা আমাদের দিকে আসবে। অবশ্যই সুযোগ আছে আটে যাওয়ার। তবে একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশের জন্য জেতা হলো। র‌্যাঙ্কিং নিয়ে অতোটা ভাবছি না। জিতলে অবশ্যই এটা কাজে আসবে।’ শ্রীলঙ্কাকে ঢাকায় হারাতে পারলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে উঠবে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন সমান ৭২। ঢাকা টেস্ট শ্রীলঙ্কা হেরে বাংলাদেশ ৬ রেটিং পয়েন্ট পাবে। ড্র হলে পাবে ২ রেটিং পয়েন্ট। হেরে গেলেও বিপত্তি। রেটিং পয়েন্ট ১ কমে যাবে বাংলাদেশের। ২০০০ সালে টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করা বাংলাদেশের সামনে সূবর্ণ সুযোগ সামনে এগিয়ে যাওয়ার।জয়ে র‌্যাঙ্কিংয়ের উন্নতি হলে বাংলাদেশ খুব কাছাকাছি চলে যাবে পাকিস্তানের। এরপর ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পালা। রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল