খেলাধুলা

কোহলির নৈপুণ্যে কেপ টাউনেও জিতল ভারত

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর ওয়ানডের শুরু থেকেই দারুণ ফর্মে ভারত। আগের দুই ম্যাচ ওয়ানডেতে জিতে এগিয়ে থাকার পর গতকাল কেপ টাউনেও বিরাট কোহলির নৈপুণ্যে ১২৪ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রানের লড়াকু পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ১৭৯ রান তুলতেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। এই ম্যাচ জয়ে ৬ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে ভারতকে পথ দেখিয়েছেন বিরাট কোহলি। দারুণ ফর্মে থাকা কোহলি ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৩৪তম সেঞ্চুরির দেখা পেয়েছেন। শূন্য রানে রোহিত শর্মাকে হারানোর পর ভারতের হয়ে প্রতিরোধ গড়েন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। দ্বিতীয় উইকেটে ১৪০ রান করেন তারা। ব্যক্তিগত ৭৬ রানে ধাওয়ান ফিরলেও কোহলি অপরাজিত থাকেন শেষপর্যন্ত। ১৬০ রানের অপরাজিত সর্বোচ্চ ইনিংসটি ১২ ও ২ ছক্কায় সাজান কোহলি। ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলতে পেরেছেন জেপি ডুমিনি। এছাড়া অধিনায়ক অ্যাইডেন মারক্রাম ৩২, ডেভিড মিলার ২৫ ও ক্রিস মরিস ১৪ রানের ইনিংস খেলতে পেরেছেন। স্বাগতিদের হয়ে কেউ বড় কোনো ইনিংস খেলতে না পারায় ১৭৯ রানেই থামতে হয়েছে তাদের।

বল হাতে ভারতে হয়ে যুভেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদব সমান ৪টি করে উইকেট নেন। এছাড় ২টি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/শামীম