খেলাধুলা

ওয়ালটন করপোরেট ফুটবল দল বাছাই স্থগিত

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ একটি করপোরেট ফুটবল দল গঠনের উদ্যোগ নিয়েছে। শুক্রবার পূর্বাচলের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে দল বাছাই হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে সেটা স্থগিত করা হয়েছে। দল বাছাইয়ের নতুন তারিখ ও সময় শিগগিরই জানানো হবে। এমনটাই জানিয়েছেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওয়ালটন ক্রিকেট দলের খেলোয়াড় ও ওয়ালটন সেন্ট্রাল জোনের টিম ম্যানেজার মিলটন আহমেদ। ওয়ালটন গ্রুপের একটি করপোরেট ক্রিকেট দলও আছে। গত ৬ বছর ধরে এই ক্রিকেট দল টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট লিগ ও অন্যান্য টুর্নামেন্টে খেলছে। বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে বেশ কয়েকটি ট্রফিও জিতেছে। তারই ধারাবাহিকতায় ওয়ালটন গ্রুপ এবার একটি শক্তিশালী করপোরেট ফুটবল দল গঠন করতে চায়। সে লক্ষ্যে শিগগিরই এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে ফুটবলার বাছাই প্রক্রিয়া শুরু হবে। ১ দিনের এই বাছাই প্রক্রিয়ায় ওয়ালটন গ্রুপে কর্মরত যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। বাছাইয়ের মাধ্যমে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করা হবে। রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল/পরাগ