খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা ফেবারিট : থিসারা

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ফেবারিট মানছেন থিসারা পেরেরা। তবে শ্রীলঙ্কার এই অলরাউন্ডার মনে করেন, যে দল কম ভুল করবে তারাই ম্যাচ জিতবে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর টেস্ট সিরিজও জিতে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র করলেও ঢাকায় দ্বিতীয় টেস্ট হারে আড়াই দিনেই। আগামী বৃহস্পতিবার মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদেরই ফেবারিট মনে করেন থিসারা পেরেরা। আজ মিরপুরে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের থিসারা বলেছেন, ‘আমি একজন শ্রীলঙ্কান এবং আমি সব সময় বলব, টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা ফেবারিট।’

তবে যারা কম ভুল করবে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করেন লঙ্কান অলরাউন্ডার, ‘আমি বলব, যে দল কম ভুল করবে তাদের ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি থাকবে। আসলে সেরা দলই ম্যাচ জিতবে।’ টি-টোয়েন্টিতে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে চাইবে, সেটাও মনে করিয়ে দিলেন তিনি, ‘আমি জানি, বাংলাদেশ শক্তভাবে ফিরে আসবে। কারণ, তারা ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ ও টেস্ট সিরিজ হেরেছে। আশা করি, তারা শেষ দুই সিরিজের চেয়ে ভালোভাবে ফিরবে।’ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ থিসারা। গত বিপিএলে দুর্দান্ত খেলেছেন। বাংলাদেশে খেলাটা তার নিজের পাশাপাশি শ্রীলঙ্কার জন্যও ভালো বলে মনে করেন তিনি, ‘আমি আমার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচই বাংলাদেশে খেলেছি। এটা আমার জন্য ভালো। সর্বশেষ আমি বিপিএলে দারুণ খেলেছি। এটা শুধু আমার জন্যই না, দলের জন্যও ভালো।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ