খেলাধুলা

‘গলার কাঁটা’ যখন ডট বল

ক্রীড়া প্রতিবেদক : মাত্রাতিরিক্ত ডট বল টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ‘গলার কাঁটা’! ১২০ বলের খেলায় ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেট করতে না পারার ক্ষমতা সাফল্যের পথে বড় বাধা। শ্রীলঙ্কা সিরিজ থেকে ডট বল খেলার প্রকোপ কমাতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছর বাংলাদেশ খেলেছে মোট ৭টি টি-টোয়েন্টি ম্যাচ। ৭ ম্যাচে মোট ২৯৫ বল ডট খেলেছে বাংলাদেশ। গড় হিসাবে ম্যাচপ্রতি ১২০ বলের খেলায় ৪২ ডট বল! এই ৭ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৬টি। জিতেছে ১টিতে। সর্বোচ্চ রান ১৭৬, সর্বনিম্ন ১৪১। শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফির খেলা শেষ টি-টোয়েন্টিতে ১৭৬ রান করে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচেও বাংলাদেশ ডট বল খেলেছে ৩৭টি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৫৩ ডট বল খেলা ম্যাচে করেছিল সর্বনিম্ন ১৪১ রান।  গত বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডট বল

প্রতিপক্ষ

প্রথম টি-টোয়েন্টি

দ্বিতীয় টি-টোয়েন্টি

তৃতীয় টি-টোয়েন্টি

দক্ষিণ আফ্রিকা

৪৫

৪০

-

শ্রীলঙ্কা

৪২

৩৭

-

নিউজিল্যান্ড

৫৩

৪৪

৩৪

             

ডট বলের প্রকোপে বড় স্কোরের সম্ভবনা কমে যায় শুরুতেই। ‍শুরুর চাপ পরবর্তীতে নিতে পারেন না ব্যাটসম্যানরা। বড় দলগুলো স্ট্রাইক রোটেট করে শুরু থেকেই কমান চাপ। পরবর্তীতে বাজে বল শাসন করে বড় স্কোর গড়েন অনায়াসে। বাংলাদেশ হাঁটতে চায় সেই পথেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশ ফিরতে চায় স্বরূপে। ঘরের মাঠে স্ট্রাইক রোটেট করে পেতে চায় আত্মবিশ্বাস। ‘টি-টোয়েন্টিতে ডট বল অনেক বেশি প্রভাব ফেলে। যত কম ডট বল খেলা যায় ততই ভালো। ওই ডট বলগুলো যদি সিঙ্গেল বা স্ট্রাইক রোটেটে মনোযোগ দিতে পারি তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে সফল দলগুলোর পরিসংখ্যান দেখবেন ওরা ডট বল কম খেলে। পরিসংখ্যানই বলে যাদের ডট বল কম থাকে তাদের সফলতার হারও বেশি থাকে। এটা টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ’ -বলেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ও টেস্টে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পিছিয়ে থাকা বাংলাদেশ ছোট-ছোট ভুলগুলো কাটিয়ে উঠতে চায়। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে নিজেদের প্রতিষ্ঠিত করার আদর্শ মঞ্চ। রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ