খেলাধুলা

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজেও হার মেনেছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি। কিন্তু এই সিরিজের আগে ইনজুরি হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। সেই ইনজুরি থেকে তিনি এখনো সেরে উঠতে পারেননি। তাই খেলা হচ্ছে না টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়কের। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।  তামিম যদি খেলেন তাহলে তার সঙ্গে উদ্বোধন করতে নামবেন সৌম্য সরকার। না খেললে সৌম্য সরকারের সঙ্গে মিথুন করবেন ইনিংসের গোড়াপত্তন। নতুন মুখগুলোর দুই-তিনজনের অভিষেক হয়ে যেতে পারে আগামীকাল। শ্রীলঙ্কা দলেও অভিষেক হতে পারে দুই-একজনের। তার আগে চলুন দেখে নেওয়া যাক প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল/মোহাম্মদ মিথুন ২. সৌম্য সরকার ৩. আফিফ হোসেন ধ্রুব ৪. মুশফিকুর রহিম ৫. সাব্বির রহমান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) ৭. আরিফুল হক ৮. মোহাম্মদ সাইফুদ্দিন ৯. মেহেদী হাসান/নাজমুল ইসলাম ১০. মুস্তাফিজুর রহমান ১১. রুবেল হোসেন। শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : ১. উপুল থারাঙ্গা ২. নিরোশান ডিকভেলা ৩. দানুস্কা গুনাথিলাকা ৪. দিনেশ চান্দিমাল (অধিনায়ক) ৫. আসেলা গুনারত্নে ৬. থিসারা পেরেরা ৭. দাসুন শানাকা ৮. আকিলা ধনঞ্জয়া ৯. ইসুরু উদানা ১০. আমিলা আপোনসো ১১. শিহান মাদুশঙ্কা। রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল