খেলাধুলা

‘সহজ’ গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : আগামী ৮ মার্চ থেকে ওমানে শুরু হবে এশিয়ান গেমস হকির বাছাই। মূল পর্বের টিকেট পেতে টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশও। এশিয়ান গেমস হকি বাছাইয়ের সূচী ও গ্রুপ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। তুলনামুলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। জিমিদের বিপক্ষে খেলবে হংকং, থাইল্যান্ড, আফগানিস্তান ও ইন্দোনেশিয়া। গ্রুপের চার দলই ওয়ার্ল্ড হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে। ৩০তম স্থানে থাকা বাংলাদেশের পরেই রয়েছে হংকং (৪৫তম) ও থাইল্যান্ড (৪৭তম)। আর আফগানিস্তান এবং ইন্দোনেশিয়ার নাম এখনও র‌্যাঙ্কিংয়ে উঠেনি। বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মার্চ আফগানিস্তানের বিপক্ষে। পরদিনই থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিমিদের। একদিনের বিরতির পর টানা দুই ম্যাচ খেলবে হংকং ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাছাইয়ে ‘বি’ গ্রুপের চার দল শ্রীলঙ্কা, কাজাখস্তান, চাইনিজ তাইপে ও  ওমান। মূল আয়োজন এশিয়ান গেমসে খেলবে মোট ১২ দল। বাছাই পর্ব থেকে যাবে পাঁচটি দল। দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, জাপান সরাসরি অংশগ্রহণ করবে। তাদের সাথে রয়েছে ইন্দোনেশিয়াও। রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন