খেলাধুলা

পিসিবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠির উপদেষ্টা ও পিসিবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন শোয়েব আখতার। আজ রোববার তাকে নিয়োগ দেওয়া হয়। শোয়েব আখতারকে অ্যাম্বাসেডর বানানোর বিষয়ে নাজাম শেঠি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব আখতার একটি বড় নাম। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার। বোলিংয়ের ক্ষেত্রে তার জ্ঞানও বেশ ভালো। সে কারণেই তাকে অ্যাম্বাসেডর ও আমার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ শোনা যাচ্ছে মিসবাহ-উল-হককে উপদেষ্টা (ক্রিকেট) হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বোর্ড। অবশ্য সে বিষয়ে মুখ খোলেননি নাজাম শেঠি। শুক্রবার পাকিস্তানের লাহোরে নবনির্মিত লিভার এন্ড কিডনি সেন্টার ইন্সস্টিউটের অ্যাম্বাসেডর হয়েছেন মিসবাহ। এদিকে পিএসএলের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়া ওয়াসিম আকরাম ও রমিজ রাজার চুক্তি আর নবায়ন করছেন না পিসিবি। যেহেতু পিএসএলের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি আলাদাভাবে তাদের নিজ নিজ অ্যম্বাসেডর নিয়োগ দিচ্ছে সেহেতু রমিজ রাজা ও ওয়াসিম আকরাম থাকছেন না। তারা দুজন অ্যাম্বাসেডর পদে থাকতে খুব একটা আগ্রহীও নন। রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল