খেলাধুলা

বোলারের মাথায় লেগে ছক্কা!

ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার নিউজিল্যান্ডের ফোর্ড ট্রফি এলিমিনেশন ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্যান্টারবারি ও অকল্যান্ড। ম্যাচে বল করছিলেন ক্যান্টারবারির অধিনায়ক অ্যান্ড্রু এলিস। ব্যাট করছিলেন অকল্যান্ডের জিত রাভাল। এলিসের বলে জোড়ালো শট নেন রাভাল। বল গিয়ে সজোরে আঘাত করে এলিসের মাথায়। এলিস মাথা ধরে বার বার হাত দেখতে থাকেন। রক্ত বেরোচ্ছে কিনা দেখার চেষ্টা করেন। জিত রাভাল এগিয়ে যান। সবকিছু ঠিক আছে কিনা জানতে চান এলিসের কাছে। এই ঘটনার দিকে সামান্য মনোযোগ দিয়ে আম্পায়ার প্রথমে চারের সংকেত দেন। এরপর সবকিছু দেখে-শুনে ছক্কার সংকেত দেন। কিভাবে? বল আসলে এলিসের মাথায় লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। আম্পায়ার প্রথমে মনে করেছিলেন চার হয়েছে। পরে দেখেন ওভার বাউন্ডারি।

বল মাথায় লাগার পর এলিস সুস্থ্য থাকলেও ভবিষ্যত সমস্যার কথা মাথায় রেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি অবশ্য আবার মাঠে ফিরেছেন। তবে সময়টা ভালো যাচ্ছে না অলরাউন্ডার অ্যান্ড্রু এলিসের। অক্টোবরে তিনি ইনিংসের প্রথম বল মোকাবেলা করেই বাম হাতের আঙুলের কাপল বোন ভাঙেন। এরপর নভেম্বরে ক্যাচ ধরতে গিয়ে তর্জনী আঙুল ভেঙে ফেলেন। এবার মাথায় আঘাত পেলেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল