খেলাধুলা

অধিনায়ক, কোচ, বোর্ড প্রধানের একসঙ্গে পদত্যাগ!

ক্রীড়া ডেস্ক : নামিবিয়ায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় স্তর টুর্নামেন্টটা ভালো কাটেনি কেনিয়ার। হেরেছে সাত ম্যাচের সাতটিতেই। জয়হীন টুর্নামেন্ট শেষে দেশে ফিরে পদত্যাগ করেছেন কেনিয়ার অধিনায়ক রাকেপ প্যাটেল। শুধু অধিনায়কই নন, পদত্যাগ করেছেন কোচ থমাস ওদোয়ো ও বোর্ড সভাপতি জ্যাকি জানমোহাম্মদও। ৮ থেকে ১৫ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করে কেনিয়া। একটি ম্যাচে তো তারা আরব আমিরাতের কাছে হারে ২১৮ রানের ব্যবধানে! যেটি রানের হিসাবে টুর্নামেন্টেরই সবচেয়ে বড় হার। অবনমন হয়ে কেনিয়া নেমে গেছে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় স্তরে। কেনিয়ার হয়ে বিশ্বকাপে খেলেছেন ওদোয়া। পদত্যাগের পর তিনি ডেইলি নেশনসকে বলেছেন, ‘নামিবিয়াতে কাটানো এক সপ্তাহ ছিল মানসিকভাবে যন্ত্রণাদায়ক। এটা ভয়ংকর চাপের ছিল। আমি যে অবস্থার মধ্য দিয়ে গিয়েছি, আমি চাই না অন্য কারও এমন অভিজ্ঞতা হোক। আমরা বাজে পারফরম্যান্সের রেকর্ড ভেঙেছি। কেনিয়ার ক্রিকেটের উন্নতির জন্য আমাদের অবশ্যই একটি হাই পারফরম্যান্স সেন্টার স্থাপন করতে হবে।’ প্রথম নারী হিসেবে কোনো ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছিলেন জানমোহাম্মদ। তিনিও পদত্যাগ করেছেন দলের বাজে পারফরম্যান্সের দায় নিয়েই। ‘জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া। কাউকে না কাউকে এর দায় নিতেই হতো’- বিবিসি ফোকাসকে বলেছেন জানমোহাম্মদ। আগামী এক মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড প্রধান নির্বাচিত হবেন। নির্বাচনের আগ পর্যন্ত জানমোহাম্মদ তার কার্যক্রম চালিয়ে যাবেন, ‘যখন নির্বাচিত সদস্যের একটি পদ শূন্য হয়ে যায়, তখন ৩০ দিনের মধ্যে একটি নির্বাচন হতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত এই অফিসটি অব্যাহত থাকবে।’ রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ