খেলাধুলা

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মঈন

ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। টেস্টের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে বলে মনে করেন তিনি। সর্বশেষ অ্যাশেজ সিরিজে কমসংখ্যক দর্শক উপস্থিতি তাকে ভীষণ হতাশ করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে এবারের অ্যাশেজটা খুবই বাজে কেটেছে মঈনের। ব্যাটিংয়ে তার গড় ছিল মাত্র ১৯.৮৮, আর বোলিংয়ে ১১৫.০০। ইংল্যান্ড সিরিজ হারে ৪-০ ব্যবধানে। মঈন বলেছেন, শুধু মাঠের পারফরম্যান্স নয়; তার সামগ্রিক অভিজ্ঞতাই ছিল অস্বস্তিকর। ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যমতে, অ্যাশেজের পাঁচ টেস্ট মিলিয়ে প্রায় ৮ লাখ ৬৫ হাজার দর্শক হয়েছে, যা ১৯৩৬-৩৭ মৌসুমের পর সর্বোচ্চ। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে দর্শক উপস্থিতি ছিল প্রায় ২ লাখ। মেলবোর্নে বক্সি ডেতে এসেছে প্রায় ৯০ হাজার দর্শক।

তবুও মঈন বলছেন, ‘হ্যাঁ, আমি টেস্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আমি উদ্বিগ্ন আসলে অ্যাশেজ নিয়ে। দর্শক উপস্থিতি ছিল খুবই হতাশাজনক। অ্যাশেজে বড় কয়েকটি দিন গেছে। এমনকি যখন অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতল, তখনও তেমন একটা উদযাপন হয়নি। যেটা আমি বেশ কিছুদিন ধরেই ভাবছি। আসলে আমরা অনেক লড়াই করছি।’ চার দিনের টেস্টের পক্ষে নন মঈন। গোলাপি বলে দিবারাত্রির টেস্টও তার পছন্দ নয়। তবে এই উদ্যোগ যদি দর্শককে মাঠে টানতে পারে তাহলে কোনো অসুবিধা নেই তার, ‘শুরু থেকেই আমি চার দিনের টেস্ট ম্যাচের বিরুদ্ধে। আমার কাছে টেস্ট মানেই পাঁচ দিনের। তবে যুগের সঙ্গে তাল মিলিয়েই তো আমাদের চলতে হয়। গোলাপি বলে টেস্ট ম্যাচেরও আমি বিরুদ্ধে। তবে এটা যদি দর্শককে আকর্ষিত করতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই।’ রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ