খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়া টেস্ট দলে ক্লাসেন

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অসিদের বিপক্ষে ওই দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন ও অলরাউন্ডার উইয়ান মুলদার। সদ্য প্রকাশিত ১৫ সদস্যের টেস্ট দলে নেই ক্রিস মরিস, আন্দিলে ফেলুকওয়ে এবং পেস বোলার ওলিভিয়ের। ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে দলে ছিলেন তারা। ঘরের মাঠে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে ও সীমিত ওভারের দলে খেলতে পারেননি প্রোটিয়া বেশ কিছু তারকা ক্রিকেটার। তাদের অনেকেই  সীমিত ওভারের পুরো সিরিজ আবার কেউ কয়েকটি ম্যাচে দলে থাকতে পারেননি। এদের মধ্যে ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স ও টেম্বা বাভুমা ছিলেন। তবে ফিটনেস ফিরে পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তারা। গত মার্চে নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাক-আপ টেস্ট উইকেটরক্ষক হিসেবে গিয়েছিলেন ক্লাসেন। তবে দলের হয়ে কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ হয়নি তার। ২০১৭-১৮ মৌসুমটি অসাধারণ কাটিয়েছেন তিনি। সানফয়েল সিরিজে টাইটান্সের হয়ে ৪৮.৬৬ গড়ে ২৯২ রান করেছিলেন। এছাড়া জোহানেসবার্গে ওয়ানডেতে ভারতের বিপক্ষে ম্যাচ উইনিং ইনিংস ও সেঞ্চুরিয়নে টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন তিনি। অন্যদিকে সানফয়েল সিরিজে ২০১৭-১৮ মৌসুমে ৬১.৬৬ গড়ে নয় ইনিংসে ৩৭০ রান করেছেন মুলদার। এছাড়া গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে খেলেছেন এ অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য দলে ডাকা হয়েছে তাদের। দলের ফর্মে থাকা অভিজ্ঞদের ভিড়ে এবার সাদা পোশাকে তাদের অভিষেক হয় কিনা দেখার অপেক্ষা। দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, অাইডেন মার্করাম, মরনে মরকেল, উইয়ান মুলদার, লাঙ্গিসানি নিদি, ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/শামীম