খেলাধুলা

বোলারদের স্কিলেই সমস্যা দেখছেন তাসকিন

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ভুলে যাবার মতো একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। নিজ আঙিনায় বাজে ওই সিরিজের পর বোলারদের পারফরম্যান্স নিয়েই সমালোচনাটা বেশি হচ্ছে। বোলারদের ওই দৈন্যদশা কাটিয়ে তুলতে তাদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আয়োজিত নয় দিনের বিশেষ অনুশীলন ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন ১৪ পেসার। তাদের সঙ্গে রয়েছেন পেসার তাসকিন আহমেদও। শুক্রবার শুরু হওয়া ওই ক্যাম্পে আজ দ্বিতীয় দিনের মতো কোচ ও পরামর্শকদের মুখোমুখি হয়েছেন ক্রিকেটাররা। ছন্দে না থাকায় ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তাসকিন আহমেদ। এবার বিশেষ ক্যাম্পে দলে ডাকা হয়েছে তাকেও। দ্বিতীয় দিনে দলের সঙ্গে অনুশীলনের পর বিসিবির এই উদ্যোগ নিয়ে কথা বলেছেন তাসকিন। শনিবার অনুশীলনের পর এর কার্যকারিতা নিয়ে তাসকিন বলেন, ‘ফাস্ট বোলারদের নিয়ে এই ক্যাম্পটা খুব ভালো হচ্ছে। কোর্টনি ওয়ালশ প্রতিটা বল আমাদের মার্ক আউট করছেন। বলটা জায়গামতো হচ্ছে কি না দেখছেন। এখানে অ্যাকুরেসি ও ভ্যারিয়েশন নিয়ে অনেক কাজ করা হচ্ছে। গতকাল (শুক্রবার) থেকে শুরু হয়েছে, আজকে সবার পারসেন্টেজ বেটার। আশা করি, এটা সামনের সিরিজে অনেক সাহায্য করবে।’ সম্প্রতি বোলারদের বাজে পারফরম্যান্সে কোচদের দেওয়ার কোনো ঘাটতি রয়েছে কিনা জানতে চাইলে তাসকিনের জবাব, ‘আসলে আমাদের নিজেদের স্কিলেই সমস্যা। অযথা কোচদের দোষ দিয়ে লাভ নেই। কোচরা ঠিকমতোই পরিকল্পনা করছেন, ঠিক উপদেশ দিচ্ছেন, ঘাটতি আমাদের বোলারদের। এটা আমাদেরই ঠিক করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে। বোলিং অ্যাকশন বা টেকনিকে ঝামেলা আছে কি না। এখানে সুজন স্যার (খালেদ মাহমুদ), ওয়ালশ, রিচার্ড বা সিনিয়র খেলোয়াড়রা ভালোভাবেই দেখভাল করছেন। নিজেদের ফোকাস আর পরিশ্রম করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’ নিজের বোলিংয়ে পেসের সঙ্গে আরও ভ্যারিয়েশন ও অ্যাকুরেসি চাইছেন তাসকিন। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে তোলার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আসলে পেস আমার স্ট্রেংথ। সেই সাথে ভ্যারিয়েশন আর অ্যাকুরেসি। এমন না আমি ভালো করিনি। গত দুইটা সিরিজ হয়তো খারাপ গেছে। কিন্তু এর আগে নিজেকে প্রমাণ করেছি। হয়তো অ্যাকুরেসিতে ঝামেলা ছিল, ফিটনেসে ঘাটতি ছিল। ইনশাআল্লাহ সামনে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি প্রমাণ করতে পেরেছিলাম, সামনে আরও ভালো গঠনে নিজেকে আনার জন্য প্রস্তুতি নিচ্ছি।’ রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/শামীম/ইয়াসিন