খেলাধুলা

ইনজুরিতে ৫ সপ্তাহ মাঠের বাইরে বার্সা ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক: লা লিগায় নিজেদের শেষ ম্যাচে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ওই ম্যাচ দল বড় ব্যবধানে জয় পেলেও নির্ভরযোগ্য ডিফেন্ডার নেলসন সেমেদো ইনজুরির কারনে ছিটকে পড়েছেন। জিরোনার বিপক্ষে সদ্য পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে সেমেদোর। গত গ্রীষ্মের দলবদলে বেনফিকা থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পর্তুগিজ এ ফুল-ব্যাক তারকা। চোটের কারণে গতকাল রাতে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছেড়ে উঠে আসতে হয়েছে তাকে। চলতি মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে সেমেদো। এ পর্যন্ত সব প্রতিযোগিতায় ২৪টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এর মধ্যে লা লিগায় ১৪ ম্যাচে তাকে মাঠে নামিয়েছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভর্দে। তার ইনজুরির কারণে এবার রাইট-ব্যাকে একমাত্র বাছাই হিসেবে সার্জিও রবার্তোকে সুযোগ দেওয়া হতে পারে। পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকলে বার্সার হয়ে আটটি ম্যাচে দেখা যাবে না সেমেদোকে। এর মধ্যে রয়েছে দুটি হাই-ভল্টেজ ম্যাচ। আগামী রোববার লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর ১০ দিন বাদে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চেলসিকে স্বাগত জানাবে কাতালান ক্লাবটি। রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৮/শামীম