খেলাধুলা

মেটাটারসালের ফাটলে রিয়ালের বিপক্ষে অনিশ্চিত নেইমার

ক্রীড়া ডেস্ক : লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। ওই চোটের কারণে এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে পিএসজির এ তারকা খেলোয়াড়কে নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। গত সোমবার গোড়ালিতে চোট পাওয়ার পর নেইমারকে পরীক্ষা করানো হয়। ব্রাজিলিয়ান এ তারকার চোট নিয়ে এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘নেইমারের ডান অ্যাঙ্কেল মচকে গেছে এবং পঞ্চম মেটাটারসালে ফাটল তৈরি হয়েছে।’ চোটের অবস্থা জানালেও নেইমারের সেরে উঠতে ঠিক কতদিন লাগবে এ ব্যাপারে কিছু জানায়নি তার ক্লাব। দলের সেরা তারকার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে পারে পিএসজি। তবে অনেকেই মনে করছে সদ্য পাওয়া এ চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে দর্শক হয়ে থাকতে পারেন নেইমার। গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার। ফরাসি জায়ান্ট ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ফর্মে ২৬ বছর বয়সি এ তারকা। এ পর্যন্ত ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতায় ৩০ ম্যাচে নেইমার গোল গোল করেছেন ২৯টি। আগামী ৬ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে স্বাগত জানাবে উনাই এমেরির পিএসজি। রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৮/শামীম