খেলাধুলা

রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে হারল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় হারের স্বাদ পেল আফগানিস্তান। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারার পর আজ রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়ের কাছে মাত্র ২ রানে হার মেনেছে আফগানরা। জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৬ রান তোলে আফগানিস্তান। সেখান থেকে ১৭৭ রানে যেতেই হারায় ৬টি উইকেট। শেষ উইকেটে প্রাণান্তকর লড়াই করেন দৌলত জাদরান ও শাপুর জাদরান। দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু ২ রান দূরে থাকতে আউট হয়ে যান শাপুর জাদরান। ২৬টি বল মোকাবেলা করে ৭ রান করেন তিনি। আর দৌলত জাদরান ৩৭ বল মোকাবেলা করে ১০ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে রহমত শাহ ৫ চার ও ১ ছক্কায় ৬৯ রান করেন। মোহাম্মদ নবী করেন ৫৬ বলে ৫১ রান। আর মোহাম্মদ শাহজাদের ব্যাট থেকে আসে ২৪টি রান। মোহাম্মদ নবী যতক্ষণ ক্রিজে ছিলেন ততোক্ষণ জয়ের পথেই ছিল আফগানরা। তিনি আউট হয়ে যাওয়ার পরই পথ হারায় আফগানিস্তান। বল হাতে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৪৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। সিকান্দার রাজা ১০ ওভারে ১ মেডেনসহ ৪০ রান দিয়ে নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন ব্রিয়ান ভিটোরি। অপর উইকেটটি নেন চাতারা। তার আগে জিম্বাবুয়ের ইনিংসে রান পান মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যান। এই চারজন ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। চারজন ব্যাটসম্যান আউট হন শূন্যরানে। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন টেলর ও রাজা। ব্রেন্ডান টেলর ৮৮ বল খেলে ৭টি চার ও ৩ ছক্কায় ৮৯ রান করেন। সিকান্দার রাজা করেন ৬০ রান। এ ছাড়া অধিনায়ক গ্রায়েম ক্রেমার অপরাজিত ১৯ ও এরভিন ১৩টি রান করেন। তাতে ৪৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বল হাতে আফগানিস্তানের রশিদ খান ও মুজিব উর রহমান ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন দৌলত জাদরান। ব্যাট হাতে মূল্যবান ৬০টি রান ও বল হাতে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন সিকান্দার রাজা। এই জয়ের ফলে দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছে স্কটল্যান্ড। আফগানিস্তান রয়েছে তৃতীয় স্থানে। রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৮/আমিনুল