খেলাধুলা

শ্রীলঙ্কাকে ১৭৫ রানের টার্গেট দিল ভারত

ক্রীড়া ডেস্ক : নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ভারত প্রথমে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৯০ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৭৫ রান। ব্যাট করতে নেমে ১ রানেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। ৪ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। দলীয় ৯ রানের মাথায় রায়না ১ রান করে আউট হলে বিপাকে পড়ে ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন শিখর ধাওয়ান ও মানিষ পান্ডিয়া। তারা দুজন ৯৫ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন। দলীয় ১০৪ রানের মাথায় মানিষ ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে ফিরে যান। দলীয় ১৫৩ রানের মাথায় ধাওয়ানও আউট হন। মাত্র ১০ রানের জন্য ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৪৯ বলে ৬টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৯০ রান করেন এই ওপেনার। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। শেষ দিকে রিশাব প্যান্টের ২৩ ও দিনেশ কার্তিকের অপরাজিত ১৩ রানে ভর করে ১৭৪ রানের সংগ্রহ পায় ভারত। বল হাতে শ্রীলঙ্কার দুষমান্থে চামিরা ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ফার্নান্দো, মেন্ডিস ও গুনাথিলাকা। রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৮/আমিনুল