খেলাধুলা

রোনালদোর আরেকটি গোলের রেকর্ড

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের জন্ম দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো আরো এক রেকর্ডে নাম লেখালেন। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা নয় ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদ তারকা। শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে । দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় টানা অষ্টমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। প্রথম লেগে জোড়া গোল করা রোনালদো ফিরতি লেগে করেছেন একটি গোল। পিএসজির মাঠে ৫১ মিনিটে লুকাস ভাসকেজের ক্রস থেকে হেডে রিয়ালের প্রথম গোলটি করেন রোনালদো। আর এই এক গোলেই চ্যাম্পিয়নস লিগে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়ের টানা নয় ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো। নিস্টলরয় রেকর্ড গড়েছিলেন ২০০৩ সালে। গত মৌসুমের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো। আর এই মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন। এই নয় ম্যাচে তার মোট গোল ১৪টি। নিস্টলরয়ের ছিল ১২টি। রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৮/পরাগ