খেলাধুলা

বীরোচিত ইনিংস ছেলেকে উৎসর্গ করলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক : মাত্র ৩৫টি বল। তার ৫টিকে বাউন্ডারি ও ৪টিকে ওভার বাউন্ডারিতে পরিণত করেন। তাকে মুশফিকের ব্যাটে রান আসে অপরাজিত ৭২টি। এই রানে ভর করে রেকর্ড ২১৫ রান তাড়া করে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। এমন বীরোচিত ইনিংস খেলে অবধারিতভাবে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তিনি জানান ৩৫ বলে খেলা এই ইনিংসটি তার ৩৫ দিন বয়সী ছেলেকে উৎসর্গ করেছেন, ‘আমাদের একটি জয় খুবই দরকার ছিল। ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। শেষ পর্যন্ত তারা স্নায়ুচাপের মধ্যেই লড়াই করেছে। লিটন ও তামিম আমাদের জন্য যে ভিত গড়ে দিয়ে গেছে সেটা ছিল অসাধারণ। আসলে ব্যাটিং উইকেট ছিল। আমি এই ইনিংসটি আমার ৩৫ দিন বয়সী ছেলেকে উৎসর্গ করলাম। আসলে দিন শেষে জয়টাই গুরুত্বপূর্ণ।’ শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে দেখা যায়। ব্যাটিং করার সময় তিনি শিরায় টান খেয়েছেন। সে কারণেই খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে রান নিয়েছেন। তবে তিনি আশা করছেন পরবর্তী ম্যাচের আগেই সেরে উঠবেন, ‘ব্যাট করার সময় আমি শিরায় টান খেয়েছি। আশা করছি পরবর্তী ম্যাচের আগেই সেরে উঠব।’ রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৮/আমিনুল