খেলাধুলা

আফগান যুবাদের ধসিয়ে দিলেন মৃত্যুঞ্জয়

ক্রীড়া প্রতিবেদক : ভারতের বৃহত্তর নয়ডায় তিন দিনের ম্যাচ খেলছে আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম তিন দিনের ম্যাচটি শুরু হয়েছে আজ থেকে। প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। যুবাদের এগিয়ে দিয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। বাঁহাতি এ পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। তার বোলিং তোপে আফগানিস্তান উড়ন্ত সূচনা পাওয়ার পরও অলআউট হয়েছে ২৩৭ রানে। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রান্তিক নওরজ নাবিল ৪৬ ও রিশাদ হোসেন শূন্য রানে অপরাজিত আছে। ১৩ রানে ফাইয়াজ হাবিব ও শূন্য রানে তাহসিন সাজঘরে ফিরেছেন। এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ইজাজ আহমেদের সেঞ্চুরি ও সুলায়মান আরবজাইয়ের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় আফগানিস্তানের যুবারা। তাদের দুজনকেই ফেরান রিশাদ হোসেন। এরপর মৃত্যুঞ্জয়ের বোলিংয়ে তাদের মিডল অর্ডার ভেঙে যায় সহজেই। শেষ দিকে ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। মৃত্যুঞ্জয় ৩৯ রানে নেন ৫ উইকেট। ২টি উইকেট পেয়েছেন রিশাদ খান। ১টি করে উইকেট পান মেহেদী হাসান অনি ও শাহাদাত হোসেন। দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে গত ১০ মার্চ ভারত গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তারা ঢাকায় ফিরবে ২৮ মার্চ। রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/ইয়াসিন/আমিনুল