খেলাধুলা

ধোনিকে ছাড়িয়ে গেলেন রায়না

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। এই ম্যাচে সুরেশ রায়না ১৫ বলে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ২৭ রান করেন রায়না। এই রান করার মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ধোনিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধোনির রান ১ হাজার ৪৪৪। গতকাল ২৭ রান করে রায়নার মোট রান দাঁড়িয়েছে ১ হাজার ৪৫২। সোমবার মাঠে নামার আগে ধোনিকে ছাড়িয়ে যেতে রায়নার দরকার ছিল ১৯ রান। সেখানে তিনি ২৭ রান করে প্রাক্তন অধিনায়ককে ছাড়িয়ে যান। এ পর্যন্ত ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রায়না। ১টি সেঞ্চুরির পাশাপাশি ৪টি হাফ সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৩৩.৭০। টি-টোয়েন্টির ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তার রান ২ হাজার ২৭১। ২ হাজার ১৪০ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আরেক নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রেন্ডান ম্যাককালাম। তার পরেই রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার রান ১ হাজার ৯৮৩। রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/আমিনুল