খেলাধুলা

হারের পরও চেলসি কোচের মেসি বন্দনা

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর লিওনেল মেসির প্রশংসায় মেতেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে। মেসি তাদের দলে থাকলে অ্যাটলেটিকো মাদ্রিদ জয় পেতে বলে মন্তব্য করেছিলেন সিমিওনে। এবার চ্যাম্পিয়নস লিগে বার্সার বিপক্ষে হারের পর দলটির সেরা তারকা মেসি বন্দনায় পঞ্চমুখ ব্লুজ কোচ অ্যান্তেনিও কন্তে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে ১-১ গোলে সমতায় ছিল বার্সা। ফিরতি লেগে ন্যু ক্যাম্পে মেসির জোড়া গোল ৩-০ ব্যধানে হারে চেলসি। আর তাতে দুই লেগ মিলে ৪-১ গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বার্সা। কাতালান ক্লাবটির বিপক্ষে এমন হারের পর মেসিকে বিশ্বসেরা বলে প্রশংসায় ভাসালেন কন্তে। বার্সার মাঠে হারের পর ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে কন্তে বলেন, ‘মেসি অসাধারণ একজন খেলোয়াড়। সে বিশ্বের সেরা ফুটবলার। আমার মনে হয় মেসির মতো কারো যখন প্রশংসা করবেন তখন আপনাকে অবশ্যই এভাবেই করতে হবে।’ ঘরের মাঠে ১-১ গোলে সমতায় পর ফিরতি লেগের ম্যাচ নিয়ে আশাবাদী ছিলেন কন্তে। কিন্তু প্রতিপক্ষের মাঠে কাজের কাজ কিছুই করতে পারেনি উইলিয়ান-হ্যাজার্ডরা। বেশ কিছু দারুণ সুযোগ পেয়েও সাফল্য না পাওয়ায় দলের ফলাফলে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি মনে করি না এটা ভালো ফলাফল। শুরুটা ভালো না হলেও শেষদিকে আমরা আধিপত্য বিরাজ করেছিলাম। আমরা পোস্টে পাঠানোর মতো চারটি সুযোগ পেয়েছিলাম। যেগুলো বেশ বিস্ময়ের ছিল। তবে মাঠে শিষ্যদের এমন পারফরম্যান্সে আমি গর্বিত। আমাদেরকে এভাবেই লড়াই করে এগিয়ে যেতে হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৮/শামীম