খেলাধুলা

টাইগারদের ড্রেসিংরুমের গ্লাস ভাঙা, চলছে তদন্ত

ক্রীড়া ডেস্ক: শেষ ওভারের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের এমন নাটকীয় জয়ের পর দেখা দিয়েছে নতুন বিতর্ক। কলম্বোতে বাংলাদেশের ড্রেসিং রুমের দরজার গ্লাস ভাঙা অবস্থায় পাওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করার জন্য সিসি টিভির ফুটেজ নিয়ে তদন্ত চলছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের অবিস্মরণীয় জয় উদযাপন করতে গিয়ে ড্রেসিংরুমের দরজার গ্লাস ভাঙতে পারে। এর পরই গ্রাউন্ডস কর্মীরা লঙ্কান ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানালে বোর্ড কর্তৃপক্ষ খতিয়ে দেখার কথা জানিয়েছেন। আজ শনিবার (১৭ মার্চ) দুপুর ১২টার মধ্যে তাদের এ মর্মে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করার কথা জানান। ইতমধ্যেই সিসি টিভির অস্পষ্ট কিছু ফুটেজ হাতে পেয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। প্রত্যক্ষদর্শী হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকা ক্যাটারিং স্টাফের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন ব্রড। সব যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। অঘোষিত সেমিফাইনাল ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে শেষ ওভারের নাটকীয়তায় ১ বল বাকি থাকতে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শেষ দুই বলে জয়ের জন্য যখন প্রয়োজন ৬ রান সেই মুহূর্তে ছক্কা মেরে লঙ্কান দর্শকদের বিষাদের সাগরে ডুবান টাইগারদের ম্যাচ জয়ের নায়ক মাহমুদউল্লাহ। রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৮/শামীম