খেলাধুলা

ওয়ালশকেই স্থায়ী প্রধান কোচ করা যায় : খালেদ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক : অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে নিদাহাস ট্রফিতে দায়িত্ব পালন করেছেন কোর্টনি ওয়ালশ। ওয়াশলকে স্থায়ী প্রধান কোচ হিসেবেও নিয়োগ দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর থেকে প্রধান কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাই প্রোফাইল কোচ খুঁজছে বিসিবি। দুজন কোচের সাক্ষাৎকারও নিয়েছিল বিসিবি। কিন্তু জাতীয় দলের জন্য উপযুক্ত না হওয়ায় তাদেরকে নেয়নি বিসিবি। শেষ সিরিজে বোলিং কোচ ওয়ালসকে দিয়েছিল দায়িত্ব। তার হাত ধরে বাংলাদেশ খেলেছিল ফাইনাল। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, এপ্রিলে জাতীয় দলের কোচ নির্ধারণ করতে পারবে বিসিবি। তবে এখন পর্যন্ত আশার কোনো আলো নেই। সেক্ষেত্রে ওয়ালশকে হতে পারেন বিকল্প। তবে তাকে কি স্থায়ীভাবে প্রধান কোচ করা যেতে পারে? এমন প্রশ্নের উত্তরে খালেদ মাহমুদ সুজন বললেন,‘করা যায়। আমার অভিমত করা যায়।’ কেন সেই কারুণগুলো বললেন খালেদ মাহমুদ,‘কোর্টনি দারুণ একজন মানুষ। সৎ একজন মানুষ। নিদাহাস ট্রফিতে দারুণভাবে সহযোগিতা করেছেন, খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। তার অভিজ্ঞতা তো ৪০ বছরের। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে জড়িত।ফাদারলি ফিগার। দলের সবাই তাকে পছন্দ করে। সবমিলিয়ে শেষ সিরিজে হি ওয়াজ ফ্যানটাসটিক।’ ওয়ালশকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলে তিনি করবেন, এমনটা অনেক আগের থেকেই জানা। তবে বিসিবি চাচ্ছে আরও ভালোমানের কোচ। খালেদ মাহমুদের কন্ঠেও একই সুর,‘একজন প্রপার কোচ আমাদের দরকার। কোচ মানুষ হিসেবে কেমন সেটাও দেখার আছে। আমাদের কোচও দরকার, ভালো মানুষও দরকার। আমাদের ছেলেরা আবেগপ্রবণ। এইগুলা সব চিন্তা করে কোচ নির্বাচন করা দরকার।’ রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৮/ইয়াসিন/আমিনুল