খেলাধুলা

আইপিএলেও নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক : করে। এর পরপরই এই দুজনকে আইপিএলে খেলতে না দেওয়ার ঘোষণা দেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, ‘বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ও বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক আমিতাভ চৌধুরীর সঙ্গে আলোচনা করেই স্মিথ ও ওয়ার্নারকে আইপিএলে নিষিদ্ধ করা হয়েছে।’ দুই ফ্র্যাঞ্চাইজিই এই দুই খেলোয়াড়ের বদলে ভিন্ন খেলোয়াড় বেছে নিতে পারবে। রাজস্থান এরই মধ্যে অজিঙ্কা রাহানেকে তাদের অধিনায়ক করেছে। হায়দরাবাদ অবশ্য এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি। রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৮/পরাগ