খেলাধুলা

ওয়ার্নারের অভাববোধ করবে না হায়দরাবাদ!

ক্রীড়া ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জেতানো অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবার খেলতে পারছেন না। বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই আইপিএলের ১১তম আসরে সানরাইজার্স হায়দরাবাদও তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে। ওয়ার্নার একজন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান। নিয়মিত রান পান। কিন্তু তার মতো একজন ব্যাটসম্যানের অভাববোধ করবে না সানরাইজার্স হায়দরাবাদ। এমনটাই জানিয়েছেন হায়দরাবাদের কোচ টম মুডি। ওয়ার্নারের অভাববোধ করবেন কিনা জানতে চাইলে বৃহস্পতিবার মুডি বলেন, ‘সত্যি বলতে কী, খুবই কম। আমাদের আসলে ব্যালান্সড একটি স্কোয়াড রয়েছে। যেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম ভূমিকা পালন করতে প্রস্তুত। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে আমরা একজন ভালো অধিনায়ক পেয়েছি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।’ ৭ এপ্রিল আইপিএলের পর্দা উঠলেও হায়দরাবাদ মাঠে নামবে ৯ এপ্রিল। এদিন তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এবার হায়দরাবাদের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৮/আমিনুল