খেলাধুলা

মুম্বাইয়ে মুস্তাফিজদের নতুন সঙ্গী মিলনে

ক্রীড়া ডেস্ক : বদলি হিসেবে অ্যাডাম মিলনেকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের পেস আক্রমণে জাসপ্রীত বুমরাহ, মুস্তাফিজুর রহমান ও স্বদেশী মিচেল ম্যাকক্লেনাগানের সঙ্গী হলেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার। এরই মধ্যে মুম্বাই স্কোয়াডে যোগ দিয়েছেন মিলনে। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনও করেছেন। তবে তিনি কখন মুম্বাই স্কোয়াডে যোগ দিয়েছেন, সেটা জানায়নি আইপিএল কিংবা ফ্র্যাঞ্চাইজির কেউই। মিলনে ২০১৬ ও ২০১৭- দুই মৌসুমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন। মুম্বাইয়ে তার ‘আইডল’ বোলিং কোচ শেন বন্ডের সঙ্গে কাজ করবেন। এর আগে বন্ড নিউজিল্যান্ডের বোলিং কোচ থাকাকালীনও তার সঙ্গে কাজ করেছেন মিলনে। ২৬ বছর বয়সি এই ডানহাতি পেসার এখন পর্যন্ত ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৭.৭৭ ইকনোমি রেটে উইকেট নিয়েছেন ৮৩টি। মিলনে হলেন মুম্বাইয়ের দ্বিতীয় বদলি ফাস্ট বোলার। এর আগে অস্ট্রেলিয়ান জেসন বেহরেনডর্ফ চোট নিয়ে ছিটকে যাওয়ার পর ম্যাকক্লেনাগানকে দলে টানে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৮/পরাগ