খেলাধুলা

সুযোগ পেয়েই গেইলের তাণ্ডব

ক্রীড়া ডেস্ক : আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি ক্রিস গেইলের। আজ দলের তৃতীয় ম্যাচে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই ব্যাট হাতে ঝড় তুললেন ক্যারিবীয় তারকা। মোহালিতে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৩৩ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন গেইল। ৭ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। মুখোমুখি প্রথম বলেই ভারতীয় স্পিনার হরভজন সিংকে চার হাঁকিয়ে শুরু করেছিলেন গেইল। ষষ্ঠ ওভারে তাণ্ডব চালান পেসার দীপক চাহারের ওপর। এই ওভারে দুটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ২৬ থেকে ৪৬-এ পৌঁছে যান বাঁহাতি ব্যাটসম্যান। পরের ওভারে ইমরান তাহিরকে চার হাঁকিয়ে মাত্র ২২ বলে পূর্ণ করেন ফিফটি। দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শেন ওয়াটসনের বলে আউট হওয়ার আগে খেলেন ৬৩ রানের ইনিংসটি। লোকেশ রাহুলের (২২ বলে ৩৭) সঙ্গে গেইলের ৯৬ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটি পাঞ্জাবকে এনে দিয়েছিল বড় সংগ্রহের ভিত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৭ রানের পুঁজি গড়েছে পাঞ্জাব। রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/পরাগ