খেলাধুলা

আগামী সপ্তাহেই বার্সার শোকেসে উঠবে দুই শিরোপা!

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে বার্সেলোনা। সেই হতাশা কাটিয়ে উঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জয়। আগামী সপ্তাহেই এই দুটি শিরোপা বার্সেলোনার শোকেসে উঠতে পারে। ২২ এপ্রিল রোববার দিবাগত রাতে স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। কোপা দেল রের শিরোপা জয়ের ক্ষেত্রে বার্সা অবিতর্কিতভাবে ফেভারিট। বড় কোনো অঘটনা না ঘটলে কোপা দেল রের শিরোপা রোববার দিবাগত রাতেই বার্সার শোকেসে উঠতে যাচ্ছে। অন্যদিকে লা লিগার শিরোপা জয় নিশ্চিত হতে বার্সেলোনার প্রয়োজন ৬ পয়েন্ট। ৩০ এপ্রিল দেপোর্টিভো লা করুনিয়া ও ৬ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে জয় পেলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। তবে তার আগেই এই সপ্তাহেই হয়ে যেতে পারে বার্সার লা লিগার শিরোপার ফয়সালা। সেটা কিভাবে? আজ রাতে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে যদি অ্যাথলেটিক বিলবাও এর কাছে হেরে যায় আর অ্যাটলেটিকো মাদ্রিদ যদি তাদের পরবর্তী দুটি ম্যাচেই হার মানে তাহলে ৬ পয়েন্ট নিশ্চিত করার আগেই শিরোপায় বার্সার নাম লেখা হয়ে যাবে। অবশ্য এটা যদি-কিন্তু ব্যাপার। কিন্তু ফুটবলে কখনো কখনো এমন আজব ঘটনাও ঘটে। যেমনটা ঘটেছে বার্সার সঙ্গে চ্যাম্পিয়নস লিগে। ৪-১ গোলে এগিয়ে থেকেও এএস রোমার কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/আমিনুল