খেলাধুলা

বিসিবির চুক্তি থেকে বাদ সৌম্য-তাসকিন

ক্রীড়া প্রতিবেদক : বেতন বাড়ানো হয়নি ক্রিকেটারদের। পাশাপাশি বিসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ১৩ জনে নামিয়ে আনা হয়েছে।  বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। গত বছর ১৬ ক্রিকেটার ছিল বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। চলতি বছরের শুরুতে বাদ পড়েছিলেন সাব্বির রহমান। শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমানকে বাদ দেওয়া হয়। এবার নতুন চুক্তিতে আগের থাকা ৫ ক্রিকেটার বাদ পড়েছেন। রয়েছেন ১০ ক্রিকেটার। নতুন করে ৩ ক্রিকেটারের নাম সুপারিশ করা হয়েছে। তারা ঢুকবেন কেন্দ্রীয় চুক্তিতে। ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মুমিনুল হক। বাদ যাওয়া ৫ ক্রিকেটার হলেন- সৌম্য সরকার, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী ও মোসাদ্দেক হোসেন।  কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার-সংখ্যা কমানোর কারণ হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পারফরম্যান্সের কারণে কমানো হয়েছে। যারা বাদ পড়েছে তারা পারফরম্যান্সের কারণে বাদ পড়েছে।’  পাশে থাকা বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘যারা বাদ পড়েছেন তাদের পারফরম্যান্স চুক্তিতে নিয়ে আসার মতো না।’ ক্রিকেটারদের বেতন কেন বাড়ানো হয়নি, সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি। পাশাপাশি নতুন কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে যাবে, তা ঠিক করেনি বিসিবি। দুই-একদিনের মধ্যেই তা চূড়ান্ত করবে বিসিবির পরিচালনা বিভাগ। গত বছর ক্রিকেটারদের বেতন দেড় গুণ বাড়ায় বিসিবি। শুধু বেতন নয়, ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়িয়েছিল বোর্ড। বর্তমান চুক্তি অনুযায়ী পাঁচটি ক্যাটাগরিতে বেতন পাচ্ছেন ক্রিকেটাররা। ‘এ+’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৪ লাখ, ‘এ’ ক্যাটাগরি ৩ লাখ, ‘বি’ ক্যাটাগরি ২ লাখ, ‘সি’ ক্যাটাগরি দেড় লাখ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ১ লাখ টাকা করে প্রতি মাসে বেতন পাচ্ছেন।

রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/ইয়াসিন/আমিনুল/পরাগ