খেলাধুলা

আজই বার্সার ‘ডাবল’?

ক্রীড়া ডেস্ক : কোপা দেল রের শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার দুঃখ কিছুটা হলেও হয়তো ভুলতে পেরেছে বার্সেলোনা! কোপার ফাইনালে শনিবার সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ঘরোয়া ডাবল জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্নেস্তো ভালভার্দের দল। লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। ৩৩ ম্যাচে বার্সার ৮৩ পয়েন্ট, অ্যাটলেটিকোর ৭১ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচে আর ৩ পয়েন্ট পেলেই লিগ শিরোপা পুনরুদ্ধার করবে কাতালানরা। বার্সেলোনার পরের ম্যাচ ২৯ এপ্রিল দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। তবে মেসি-সুয়ারেজদের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে আজই! ভাবছেন সেটা কীভাবে? বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় নিজেদের মাঠে রিয়াল বেতিসের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে অ্যাটলেটিকো হারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। কারণ, তখন অ্যাটলেটিকো তাদের শেষ চার ম্যাচ জিতলেও পয়েন্ট হবে সর্বোচ্চ ৮৩। আর বার্সা তাদের পাঁচ ম্যাচ হারলেও পয়েন্ট থাকবে ৮৩-ই। মুখোমুখি লড়াইয়ে অ্যাটলেটিকো হারায় শিরোপা যাবে বার্সার ঘরে। গোল পার্থক্যেও বার্সা অনেক এগিয়ে। অ্যাটলেটিকো নিজেদের শেষ ম্যাচে রিয়াদ সোসিয়েদাদের মাঠে ৩-০ গোলে হেরেছে। এই ম্যাচের আগে বার্সার যেখানে দরকার ছিল ৬ পয়েন্ট, অ্যাটলেটিকোর হারে সেটা । আজ আবারো অ্যাটলেটিকো হারলে বার্সার ঘরোয়া ডাবলও নিশ্চিত হয়ে যাবে। রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/পরাগ