খেলাধুলা

ব্যাটিং পজিশন নিয়ে অভিযোগ মোসাদ্দেকের

ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং পজিশন নিয়ে অভিযোগ তুলেছেন মোসাদ্দেক হোসেন। জাতীয় দলের নির্বাচকরা বিষয়টি দেখবেন বলে আশা করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। মোসাদ্দেক জাতীয় দলে সাত কিংবা আট নম্বরে ব্যাটিং পান, কখনো বা ছয়ে। সেটা জাতীয় দলে যারা ওপরের দিকে খেলেন, তাদের পজিশন পরিবর্তনের সুযোগ খুব একটা থাকে না বলেই। কিন্তু সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে নিচের দিকে ব্যাটিং করানো হয়েছে মোসাদ্দেককে। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে তিনি নিজের প্রত্যাশিত জায়গায় ব্যাটিং পাননি। তবে সমালোচনার ঝড় উঠেছে সদ্য শেষ হওয়া বিসিএলের পঞ্চম রাউন্ডে ব্যাটিং অর্ডার নিয়ে। প্রাইম ব্যাংক সাউথ জোন তাকে দুই ইনিংসে ব্যাটিং করিয়েছে সাত ও আট নম্বরে। দ্বিতীয় ইনিংসে আটে নেমে করেছেন অপরাজিত সেঞ্চুরি। তাতে সমালোচনাটা আরো বেড়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের আট সেঞ্চুরির কোনোটিই এত নিচে নেমে নয়!  আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং পজিশন নিয়ে আপত্তির কথা জানালেন মোসাদ্দেক, ‘এই জায়গাতে (ব্যাটিং পজিশন) আমার অভিযোগ আছে। আমি জাতীয় দলে যে জায়গায় খেলি, ওইটা হয়তো ঠিক কাছে। কারণ ওই জায়গায় (ওপরের দিকে) যারা খেলে, তাদের নিয়ে বলার কিছু নাই। কিন্তু এর মানে এই না যে ঘরোয়াতে আমি সাত নম্বর বা আট নম্বরে খেলব! এই জায়গায় আমার অভিযোগ আছে।’ ‘আমি আশা করব, টিম ম্যানেজমেন্ট এটা দেখবে। কারণ আমি সরাসরি হয়তো কাউকে কিছু বলতে পারব না। আমি আশা করব, নির্বাচকরা খেয়াল করবে’- যোগ করেন মোসাদ্দেক। জাতীয় দলের হয়ে ছয়-সাতেও ভালো ইনিংস আছে মোসাদ্দেকের। ঘরোয়াতেও এমন কিছু সম্ভব কি না? মোসাদ্দেক বললেন, ‘এটা হয়তো দুরকম আসবে। আগে যে বছর আবাহনী চ্যাম্পিয়ন হলো, আমি ছয়-সাতে অনেক অবদান রাখছি, এবার দল জিতলেও আমি পারিনি।’ ‘কিন্তু বেশ কয়েকটা ম্যাচ দেখলে দেখবেন, আমি চার-পাঁচ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছি। আমরা তো ক্রিস গেইলও না, আন্দ্রে রাসেলও না যে, চাইলেই নেমে ছয় মারব। আমাদের বডি ওইভাবে সাপোর্টও করে না। পরিস্থিতি এমন ছিল যে নেমেই মারতে হতো। সেটা একদিন হয়েছে, একদিন হয়নি। আমাদের কালচারের সঙ্গেই বডি ওইভাবে বিল্ড করার ব্যাপার নাই।’ রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/পরাগ