খেলাধুলা

পারফর্ম করেই চুক্তিতে ফিরতে চান মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে স্বাভাবিকভাবেই হতাশ মোসাদ্দেক হোসেন। তবে পারফর্ম করেই আবার জায়গা ফিরে পেতে চান মিডল অর্ডার এই ব্যাটসম্যান। মোসাদ্দেকের বাদ পড়া নিয়ে যদিও অনেক প্রশ্ন উঠেছে। গত বছর তিনি চোখের ইনফেকশনের কারণে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন। তার আগে-পরে আন্তর্জাতিক ক্রিকেটে যতটুকু সুযোগ পেয়েছেন নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। তারপরও চুক্তি থেকে বাদ পড়াটা তাই নানা বিতর্কের জন্ম দিয়েছে। চুক্তি থেকে বাদ পড়ার দুইদিন পরই ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা বিসিএলে অপরাজিত সেঞ্চুরি করেন মোসাদ্দেক। আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চুক্তি থেকে বাদ পড়া নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘চুক্তি থেকে বাদ পড়াটা হতাশাজনক। কিন্তু আমি মনে করি না যে চুক্তিটাই সবকিছু। পারফরম্যান্স হয়তো ভালো ছিল না তাই বাদ পড়েছি। আমার চিন্তা হচ্ছে ভালো পারফর্ম করে আবার জায়গা ফিরে পাওয়া। ইনজুরির কারণে আমি যদি ম্যাচই না খেলি, আমি কীভাবে চিন্তা করব যে চুক্তিতে থাকি।’ ‘সত্যি কথা বলতে চুক্তিতে ঢোকার জন্য কিছু করতে হবে, এমন কিছু আমি কখনোই করিনি। সবচেয়ে বড় কথা হলো, আমি যেখানে খেলছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার পারফর্মটা আমি করতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যাবে’- যোগ করেন মোসাদ্দেক। চোখের ইনফেকশন থেকে ফিরে আসাটা সহজ ছিল না বলেই জানালেন মোসাদ্দেক। এখন ফিটনেস বাড়ানোতেই তার মনোযোগ, ‘আগের ছয় মাসে যদি দেখেন এই জায়গায় (ফিটনেস) কোনো ঘাটতি ছিল না। ছয় মাস পরের কথা যদি বলেন আমি নিজের থেকে বলব শেষ ছয় মাসে আমি কোনো কিছু করিনি। ডাক্তারের বারণ ছিল অনেক কিছু।’ ‘ছয় মাস থেকে মানিয়ে নিতে সময় লাগবে এটা স্বাভাবিক। এর মাঝে আমি বিপিএল খেলেছি। সব মিলিয়ে আমি নিজেও বুঝতে পারিনি কী হইতেছে আমার সাথে। যদি জাতীয় দলের ক্যাম্পে থাকি স্কিলের সঙ্গে ফিটনেস নিয়েও কাজ করব। যে গ্যাপ পড়েছে সেটা পূরণ করব।’ রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/পরাগ