খেলাধুলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানকে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার প্রথম সেট কিরগিজস্তান ২৫-১৫ পয়েন্টে জিতে নেয়। পরের সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জিতে নেয় ২৫-২০ ব্যবধানে। তৃতীয় সেট ২৫-১৯ পয়েন্টের ব্যবধানে জিতে বাংলাদেশ এগিয়ে যায় ২-১ সেটে। পরের সেটটি জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু  চতুর্থ সেটে বাংলাদেশ ২৫-১৩ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। তাতে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানে ১৫-১৩ পয়েন্টের ব্যবধানে জয় পায় হরিষৎ বাহিনী। উঠে যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে।   দিনের অপর সেমিফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে ‍তুর্কমেনিস্তান। নেপাল তাদের কাছে পাত্তাই পায়নি। তুর্কমেনিস্তান প্রথম সেট জিতে নেয় ২৫-১৪ পয়েন্টে। দ্বিতীয় সেটে জয় পায় ২৫-১৮ পয়েন্টে। আর তৃতীয় সেট ২৫-১৯ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করে। ২৭ এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও তুর্কমেনিস্তান। বাংলাদেশ এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/আমিনুল